ইসমাইল হোসেন স্বপন, ইতালি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইতালির লাস্পেসিয়ায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় লাস্পেসিয়া হল রুমে শোকাবহ এই আয়োজনে কয়েকশ দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
ইতালির লাস্পেসিয়ায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সময়ে ইতালির বিভিন্ন এলাকাতেও তাঁর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন লাস্পেসিয়া বিএনপির নেতা নুর মোহাম্মদ নুরু। অনুষ্ঠান পরিচালনা করেন ইতালি স্বেচ্ছাসেবক দলের উত্তরাঞ্চলীয় যুগ্ম আহ্বায়ক ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ইউরোপের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির নেতা দবির ওয়াহিদুল, লাস্পেসিয়া বিএনপি যুব বিষয়ক সম্পাদক সাইফুল ভুঁইয়া, সাহিত্য বিষয়ক সম্পাদক তুহিনুজ্জামানসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে আরও দোয়া করা হয় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং তাঁদের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
