English

18.5 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
- Advertisement -

নেপাল প্রবাসী ব্যবসায়ী ইয়াসিন খান গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত

- Advertisements -

সালাম মাহমুদ: ১২ ডিসেম্বর সন্ধ্যায় নেপালের কাঠমুন্ডু’র থামেলে হোটেল ইয়াছিন অডিটোরিয়ামে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটি ও গ্লোবাল জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ট্যুরিজম কনফারেন্স, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটি ‘র অভিষেক অনুষ্ঠান ও গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে নেপাল প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াসিন খান গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেপালের কান্ট্রি ম্যানেজার মো. বাবুল আখতার বিশেষ অতিথি নেপালের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও হোটেল লড এর কর্ণধার ভুপেন্দ্র শামসের কুনওয়ার, বিশিষ্ট সাংবাদিক ও নেপাল- বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটির মহাসচিব সালাম মাহমুদ, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ- ট্রাব এর সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান, এশিয়ান বিজনেস পার্টনারশীপ সামিট এর নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু ইয়াসিন খান এর হাতে গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড তুলে দেন।

আড়ম্বড়পূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি মো. বাবুল আখতার বলেন বাংলাদেশের পর্যটন স্পটগুলো অত্যন্ত চমৎকার। সারা বিশ্বের কাছে বাংলাদেশের পর্যটন কেন্দ্র সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা, ফয়েজ লেক, রাঙামাটি, সাজেক ভ্যালি, সেন্টমাটিন দ্বীপ এর সৌন্দর্য্য সারা বিশ্বে তুলে ধরতে পারলে বাংলাদেশ পর্যটনশিল্পের মাধ্যমে ব্যাপকভাবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে। তিনি মানবসম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন শিল্প ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেপাল -বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটির সভাপতি মো. ইয়াছিন খান। এসময় তিনি সংগঠনের উন্নয়নের জন্য সম্প্রীতির গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে নেপালের ব্যবসায়ীদের ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য উদ্যোক্তা পান -সুপারির ফাউন্ডার চেয়ারম্যান কনা রেজাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। অন্যান্য ক্ষেত্রে গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়- বাংলাদেশ বিমান নেপালের কান্ট্রি ডিরেক্টার মোঃ বাবুল আখতার, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ সাদী-উজ-জামান, ইউএস বাংলার জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, চিত্রনায়ক শাকিল খান, সাংবাদিকতায় দৈনিক গণকন্ঠের নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক এ জিহাদুর রহমান জিহাদ, দৈনিক আমার বার্তার বিশেষ প্রতিনিধি হাফিজ রহমান, মোঃ মহিউদ্দিন শাহীন, হোটেল মোহনা ইন্টারন্যাশনাল, কুয়কাটা-এর ম্যানেজিং ডিরেক্টর শারমিন আক্তার, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক বেলাল আহমেদ, সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ, মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নান, নেপাল প্রবাসী ব্যবসায়ী হোটেল ইয়াছিন এর কর্নধার মো. ইয়াছিন খান, বিশিষ্ট আইটি গবেষক জিহাদ শিকদার, জুয়েলারী শিল্পে প্রদীপ চন্দ্র দে বাবু, নিউজ রাতদিন ২৪ডটকম এর সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল, নেপালে হোটেল লুনা কাঠমুন্ডুর কর্নধার মো. নুরুল ইসলাম বাবু মিয়া, বাংলাদেশের জনপ্রিয় শিশুশিল্পী তানভির ইউসুফ, ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী ও নেপাল প্রবাসী ব্যবসায়ী মোঃ মো. মিজানুর রহমান।

পুরস্কার প্রাপ্তিতে মোঃ ইয়াসিন খান বলেন স্বীকৃতি পেয়ে আমরা বাংলাদেশি হিসেবে অত্যন্ত সম্মানিত বোধ করছি। যার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশকে সকলের সামনে তুলে ধরতে পেরেছি। ভবিষ্যতেও আমাদের কাজের অগ্রগতি বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছি। এভাবে ট্যুরিজমের উপরে সভা, সেমিনার, সিম্পেজিয়ামের মাধ্যমে বাংলাদেশের ট্যুরিজম সারাবিশ্বে তুলে ধরার জন্য এই সংগঠন ভূমিকা রাখবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/g1mp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন