English

18 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬
- Advertisement -

“নেদারল্যান্ডসে প্রযুক্তি পেশাজীবীর ঘাটতি মেটাতে পারে বাংলাদেশ”

- Advertisements -

ইউরোপের প্রযুক্তি সমৃদ্ধ দেশ নেদারল্যান্ডসে প্রযুক্তি পেশাজীবীর ঘাটতি মেটারে পারে বাংলাদেশ। প্রতি বছর প্রায় ৪০ হাজার দক্ষ প্রযুক্তি পেশাজীবীর চাহিদা পূরণে নিজেদের মানবসম্পদ ও সেবা রপ্তানির বড় সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) উদ্যোগে আয়োজিত এক বিশেষ সেমিনারে এমনটাই জানান বিশেষজ্ঞরা। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের ব্যবসা প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং উদ্যোক্তাদের সঙ্গে নেদারল্যান্ডসের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক এবং দক্ষ কর্মীদের কাজের সুযোগ সৃষ্টির উদ্দেশে ডিবিসিসিআই এই সেমিনারের আয়োজন করে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সিন্ডিকেট হলে ‘আন্তর্জাতিক সুযোগ উন্মোচনঃ বাংলাদেশ-ডাচ আইসিটি শিল্প সহযোগিতা’ শিরোনামের ঐ সেমিনারে বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. খন্দকার নাহিন মামুন বলেন, নেদারল্যান্ডসে প্রযুক্তি পেশাজীবীর ঘাটতি মেটাতে পারে বাংলাদেশ। সেখানে ৭৫ হাজারের বেশি আইটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ৭লাখের বেশি দক্ষ কর্মী কাজ করেন এবং প্রতি বছর সেখানে ৪০ হাজার দক্ষ কর্মীর প্রয়োজন হয়। দেশটিতে প্রযুক্তি খাতের গবেষণায় প্রতি বছর ৮ থেকে ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হয়, যা দেশটির ২ থেকে ৩ শতাংশ। প্রযুক্তি সমৃদ্ধ এই দেশটির এসব সুবিধার সুবিধা নিতে পারে বাংলাদেশ। সেখানে দক্ষ মানবসম্পদ রপ্তানির পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি সেবা রপ্তানি করতে পারি।”

এসময় এনএসইউ উপাচার্য ড. আব্দুল হান্নান চৌধুরী বলেন, “বিভিন্ন দেশি বিদেশি সংস্থার সাথে মিলে চাহিদা মোতাবেক দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে এনএসইউ। বিভিন্ন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করছি। নেদারল্যান্ডসের বাজারকে লক্ষ্য রেখেও এমন কোন উদ্যোগ নেওয়া হলে এনএসইউ পাশে থাকবে”।

সেমিনারে আয়োজিত এক বিশেষ ডায়ালগ অধিবেশনে প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজিবক্সের প্রধান নির্বাহী রেজোয়ানুল হক জামি বলেন, আমাদের তৈরি পোশাক খাতের সফলতার প্রচারণা বিদেশে যেভাবে হয়, দুঃখজনকভাবে প্রযুক্তি খাতের প্রচারণা নেই। আমাদের যে সম্পদ, মেধা ও দক্ষতা আছে, সেগুলো বহিঃবিশ্বে সেভাবে জানে না।
সেমিনারে অনান্য আলোচকরা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি, আইটি সেক্টরের উন্নয়ন, প্রশিক্ষণ, বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে কাজ করার সুযোগ নিয়ে এই চেম্বারে কথা বলেন। বক্তরা বাংলাদেশ–নেদারল্যান্ডস ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরির বিষয়ে জোর দেন। বাংলাদেশের আইটি বিষয়ে দক্ষ তরুণদের সম্মানজনক কাজের সুযোগের বিষয়েও আলোচনা করেন একইসাথে নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে দুই দেশের আইটি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরির বিষয় প্রধান্য পায়।

ডিবিসিসিআই এর প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন মামুনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রোকনুজ্জামান, নেক্সক্রাফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার খান, নেদারল্যান্ডসের প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকো এর আইওটি সেলস চ্যানেল লিড মুরাদ মুহৌতি, মাইন্ডশেপার এর প্রধান নির্বাহী শাহিনুর ইসলাম, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ট্রাস্টি সদস্য নিউটন বি এ ওয়াহিদ, জাপানের মিয়াজাকি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মালেক, ডাটা সফটের প্রেসিডেন্ট মো. মঞ্জুর মাহমুদ, নেদারল্যান্ডসের এবিএন এমরো এর আইটি চ্যাপ্টার লিড ইমরান হাশিম সহ অন্যান্যরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8srm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন