English

28 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

দেশে মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

- Advertisements -

চলতি ২০২১-২২ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার হয়েছে। টাকার হিসাবে দুই লাখ ৪১ হাজার ৪৭০ টাকা হয়েছে।

গত বছরে এটি ছিল দুই হাজার ৫৯১ মার্কিন ডলার। একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ, যা গত বছর ছিল ছয় দশমিক ৯৪ শতাংশ।

মঙ্গলবার একনেক বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৮২৪ মার্কিন ডলার যৌক্তিক। আমাদের হিসাবে মাথাপিছু আয় ঠিক আছে। আয় বৃদ্ধিতে এবার ঈদে হাট-বাজারে বেশি বেচাকেনা হয়েছে। গ্রামেও প্রত্যেকের হাতে মোবাইল, কেউ খালি পায়ে নেই। মানুষের প্রকৃত আয় বেড়েছে। গত অর্থবছরে ছিল দুই হাজার ৫৯১ ডলার, সেটাও ঠিক ছিল।’

তিনি বলেন, চলতি (২০২১-২২) অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। গত অর্থবছরে (২০২০-২১) যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

জিডিপির মোট আকার ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলার বলেও জানান এম এ মান্নান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন