প্রকাশিত খবরে বলা হয়েছে, এবার সবচেয়ে বেশি চাহিদা ৪ ও ৮ এপ্রিলের টিকিটের। এরই মধ্যে এই দুই দিনের টিকিট শেষ হয়ে গেছে। দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট গাবতলী ও কল্যাণপুরের কাউন্টার থেকে দেওয়া হচ্ছে।
এ ছাড়া কাউন্টারের ঝামেলা এড়াতে কিছু বাস কম্পানি শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে।
টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগও উঠেছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কগুলোতে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। কিন্তু তার পরও আশঙ্কা করা হচ্ছে, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঈদ যাত্রায় সড়কপথে ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হতে পারে তীব্র যানজট। এরই মধ্যে সারা দেশে ১৫৫টি তীব্র যানজটপ্রবণ এলাকা চিহ্নিত করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সবাইকে আন্তরিক হতে হবে। ভাঙাচোরা রাস্তা যেন কোনো দুর্ঘটনার কারণ না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। হাইওয়ে পুলিশকে সক্রিয় করতে হবে। যত্রতত্র গাড়ি থামানো ও যাত্রী ওঠানামা বন্ধ করা গেলে অনেকটা নির্বিঘ্ন হবে ঈদ যাত্রা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/15fm