English

26 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫
- Advertisement -

জমি দখলমুক্ত করুন: বানিয়াচংয়ের সাগরদীঘি

- Advertisements -
দেশের নদী-খাল-জলাশয় বিলীন হচ্ছে অনেক দিন ধরেই। বিলীন হতে থাকার কিছু কারণও রয়েছে। এর একটি বড় কারণ হচ্ছে ভরাট করা। দখল করার বিষয়টি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।প্রকাশিত এক খবরে বলা হয়েছে, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী সাগরদীঘির পানির অংশে প্রায় ৪০ একরের মতো জমির মধ্যে ২০ একরের বেশির ভাগ অংশ দখল হয়ে গেছে। দিঘির পারে কয়েকটি পরিবার পাকা ঘর নির্মাণসহ সীমানাপ্রাচীর তুলেছে। ধীরে ধীরে তারা দিঘির পানির অংশ পর্যন্ত দখল করে নিয়েছে। ৬৬ একর আয়তনের সাগরদীঘির চার পারে একসময় কোনো গাছপালা ও স্থাপনা ছিল না, তখন দিঘিটির প্রকৃত আয়তন, অবস্থান ও সৌন্দর্য দৃশ্যমান ছিল।
Advertisements

বর্তমানে সামান্য কিছু জায়গা খোলা থাকায় ওই স্থান দিয়ে দিঘিটি দেখা যায়। এতে দিঘিটির পুরো সৌন্দর্য উপভোগ করা যায় না। এ ছাড়া দখলদারদের গৃহস্থালি কাজের বর্জ্য ও পয়োবর্জ্য ড্রেন দিয়ে সরাসরি দিঘির পানিতে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া স্থানীয় পোলট্রি খামারের বিষ্ঠা, নানা ধরনের ক্ষতিকর বস্তু ও ময়লা-আবর্জনা দিঘির পানিতে ফেলা হয়। দখলদারদের অবৈধ বাস পরিবেশের ক্ষতির কারণ হচ্ছে।

১৯৯৭ সালে বানিয়াচংয়ে এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাগরদীঘিকে কেন্দ্র করে একটি পর্যটন স্পট তৈরির ঘোষণা দেন। ২০০০ সালে সাগরদীঘির চার পারের বাসিন্দাদের পক্ষে সরকারের বিরুদ্ধে স্বত্ব মামলা করা হয়। মামলার শুনানি শেষে চার পারের বাসিন্দাদের পক্ষে রায় দেন আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ ২০০৬ সালে আপিল করে।২০০৭ সালে আপিলের রায় সরকারের পক্ষে আসে। বাদীপক্ষ এই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট চেম্বার জজ আদালতে রিভিশন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে আদালত বাদীপক্ষকে দিঘির পারের আলো-বাতাস এবং দিঘির পানি ব্যবহারের অনুমতি দেন।

এই আদেশের বিরুদ্ধে ২০২২ সালে সরকারপক্ষ আপিল করলে হাইকোর্ট আদেশটি বাতিল করে দিঘিটি সরকারপক্ষের ইজারা দিতে বাধা নেই বলে আদেশ দেন। সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে রিভিউ করে বাদীপক্ষ। সরকারপক্ষ মনে করছে, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় সরকারপক্ষের অনুকূলে থাকবে। তখন প্রধানমন্ত্রীর ঘোষণাটি বাস্তবায়নে আর কোনো বাধা থাকবে না।

জলাধার ভরাট বা দখল হয়ে যাওয়ার কারণে বিবিধ সমস্যায় পড়ছে দেশ ও মানুষ। জরুরি ভিত্তিতে এ অবস্থার অবসানের জন্য পদক্ষেপ না নিলে সমূহ বিপদ। আমরা আশা করি বানিয়াচংয়ের সাগরদীঘি দখলমুক্ত করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন