সংস্কারটি খুব জরুরি দরকার। এ দেশের মানুষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সুশাসন, বৈষম্যহীন সমাজ, সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা আর ন্যায্যতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। কিন্তু বারবারই আমরা দেখেছি, মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। স্বেচ্ছাচারিতা, ঘুষ-দুর্নীতি, লুণ্ঠন, অর্থপাচার, আত্মসাৎ, চাঁদাবাজি, পেশিশক্তির ব্যবহার, অবৈধ কর্মকাণ্ড, বৈষম্য, মানবাধিকার লঙ্ঘন থেমে থাকেনি।
অন্তর্বর্তী সরকারের জন্য অপেক্ষা করছে অসম্ভবকে সম্ভব করার সুবিশাল কর্মপরিধি। আমরা মনে করি, যাঁদের ওপর কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা সবাই নিজ নিজ ক্ষেত্রে যোগ্য ও অভিজ্ঞ। তাঁদের সবার আন্তরিক চেষ্টায় দ্রুত সব কিছু সংস্কার হবে।