English

29.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

নির্মাণকাজ শেষ করুন: আড়পাঙ্গাশিয়া খালে সেতু

- Advertisements -
সাম্প্রতিক সময়ে দেশের যোগাযোগ অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। পদ্মা সেতুসহ ছোট-বড় অনেক নদীর ওপর কয়েক শ সেতু নির্মিত হয়েছে। চার লেন, আট লেন, ১৪ লেনের সড়ক তৈরি হয়েছে। পুরনো রেলপথ সংস্কারসহ নতুন নতুন রেলপথ তৈরি হয়েছে।
রাজধানীতে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়ালপথ) চালু হয়েছে। উড়ালপথ চালু হয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি হয়েছে বঙ্গবন্ধু টানেল বা সুড়ঙ্গপথ। কিন্তু যোগাযোগ অবকাঠামোর অভাবে অন্ধকারে রয়ে গেছে অনেক জনপদ।
অনেক এলাকায় সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাঘাট। কোথাও একটি সেতু না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার মানুষকে। কোথাও আবার সেতু আছে, কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেটি কোনো কাজে আসছে না। কোথাও সেতু নির্মাণের কাজ শুরু হলেও শেষ হয়নি।
পার হয়ে গেছে কাজ শেষ করার নির্দিষ্ট সময়।
এমনই একটি খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, বরগুনার আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের আড়পাঙ্গাশিয়া খালের ওপর পৌনে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ সাড়ে তিন বছর ধরে। ডিজাইন ত্রুটির অজুহাতে ঠিকাদার কাজ বন্ধ করে ঝুঁকিপূর্ণ অবস্থায় মালপত্র ফেলে রেখেছেন।
নির্মাণকাজ বন্ধ থাকায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ দিয়ে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
এ ছাড়া খালের গতিপথ বন্ধ করে সেতু নির্মাণের জন্য পাইলিংয়ের গাছ পুঁতে রাখায় দুর্ভোগে পড়েছে নৌচলাচলও।
বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এমন অভিযোগ একেবারেই নতুন নয়। আরো অভিযোগ আছে যে পরিকল্পনায় ত্রুটি থাকার কারণে অনেক ক্ষেত্রে সরকারের অর্থ ব্যয়ও বেড়ে যায়। বিশেষ করে দীর্ঘসূত্রতা ব্যয় বাড়িয়ে দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে জ্ঞাত। কিন্তু তার পরও সেদিকে নজর দেওয়া হয় না।
উদাহরণ কয়েক মাস আগে প্রকাশিত একটি খবর; যেখানে বলা হয়েছে, বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি ইকোপার্কের খালের ওপর নির্মীয়মাণ সেতুর নকশা পাল্টাতে হবে। মাঝ বরাবর করা হবে ইস্পাতের কাঠামো। এতে খরচও বাড়বে।
আবার সংযোগ সড়ক না থাকায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চার বছর আগে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি মানুষের কোনো কাজে আসছে না।
দেশের অনেক এলাকায় আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে ওঠেনি। সেসব এলাকার মানুষ আধুনিক যোগাযোগের সুযোগ থেকে বঞ্চিত। বরগুনার আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের আড়পাঙ্গাশিয়া খালের ওপর পৌনে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটি বোধ হয় তারই উদাহরণ। আমরা চাই, অবিলম্বে সেতুটির অসমাপ্ত কাজ শেষ করা হোক।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0apy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন