English

27 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

পণ্যমূল্য স্থিতিশীল রাখুন: বাজারে অস্থিরতা বাড়ছে

- Advertisements -
হঠাৎ করেই বাজারে প্রায় সব পণ্যের দাম বেড়ে গেছে। আন্দোলন ও নাশকতার কারণে এক বা দুই দিনের ব্যবধানে যেমন দাম বেড়েছে, তেমনি কোথাও কোথাও কয়েক ঘণ্টার ব্যবধানেও নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহের, বিশেষ করে খাদ্যপণ্যের দাম বেড়ে গেছে। এমনকি কারফিউ ঘোষণার পর পরই বিক্রেতাদের অতিরিক্ত দাম নিতে দেখা গেছে।প্রকাশিত খবরেও দেখা যায়, এমন পরিস্থিতিতে বাজারে ক্রেতা কম থাকলেও দুই দিন আগের তুলনায় অনেক পণ্যের দামই বেড়েছে।
চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা, সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা এবং মাছের দাম বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। পাড়া-মহল্লার দোকানগুলোতে দাম বৃদ্ধির পরিমাণ আরো বেশি। এক ডজন ডিমের দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি নিতে দেখা গেছে। আলু-পেঁয়াজের দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে।
কয়েক ঘণ্টার মধ্যে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার পেছনে যৌক্তিক কোনো কারণই নেই, থাকতেও পারে না। এটি শুধুই এক শ্রেণির ব্যবসায়ীর সুযোগ কাজে লাগিয়ে কিছু বাড়তি লাভ করার মানসিকতা। একে নিয়ন্ত্রণ করা না গেলে তাদের লোভের অন্যায় আকাঙ্ক্ষা শুধু বাড়তেই থাকবে। আর এ জন্য তাদের অজুহাতেরও কোনো অভাব হবে না।
এক দিন বা দুই দিনের মধ্যে চালের মোকামে দাম বাড়েনি। আন্দোলন ও অস্থিরতার সময় দিনে পণ্য পরিবহন কিছুটা বাধাগ্রস্ত হলেও রাতে পরিবহন স্বাভাবিক ছিল। আর এসব পণ্য সাধারণত রাতেই পরিবহন করা হয়। অন্যদিকে দেখা যাবে, অধিকাংশ ব্যবসায়ীর দোকানে দুই-তিন দিনের মধ্যে কোনো চালই ওঠানো হয়নি। তারা আগেই আগের দামে চাল কিনেছে।

তাহলে কেন কেজিপ্রতি দুই-তিন টাকা করে বেশি নেবে? যে সবজি বা মাছ আগে কেনা, তা কেন কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়ে যাবে? এটি নিতান্তই অন্যায় লোভ।

বাজারের এই প্রবণতা নতুন নয়। এটি নিয়ন্ত্রণ করতে হবে। স্বাভাবিক সময়ের মূল্যস্ফীতির কারণেই ভোক্তাদের নাজেহাল অবস্থা। উদ্ভূত পরিস্থিতির কারণে তা যেন আরো খারাপ পর্যায়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও স্থানীয় প্রশাসনকে তৎপর হতে হবে। বিশেষ করে কারফিউ চলার সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। অন্যায় মুনাফাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lpde
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন