খবরে দেখা যায়, গত রবিবারও ঢাকার নিউমার্কেট ও গুলশান কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম নজরদারি করে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি দোকানকে জরিমানা করা হয়। অন্যদিকে গত রবিবার ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আরো দুই লাখ ৩১ হাজার ৮৪০ পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। সব মিলিয়ে প্রতিটি ডিমে খরচ পড়েছে প্রায় সাত টাকা।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, চাহিদা ও সরবরাহের এই ঘাটতির সুযোগ নেয় কিছু করপোরেট গ্রুপ ও তেজগাঁওয়ের ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণেই বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। সংগঠনটির দাবি, গত ২০ দিনেই ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে এই সিন্ডিকেট প্রায় ২৮০ কোটি টাকা লুটে নিয়েছে।
নিত্যপণ্যের অস্বাভাবিক দামের কারণে এরই মধ্যে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। তাদের স্বস্তি দিতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।