চিকিৎসার বাইরে থাকা রোগীরা ডায়াবেটিস ছাড়াও দ্রুত অন্যান্য রোগে আক্রান্ত হয়। তখন তাদের চিকিৎসার ব্যয় আরো বৃদ্ধি পায়, যা বহন করা তাদের পক্ষে আরো অসম্ভব হয়ে পড়ে।
প্রকাশিত আরেকটি খবরে বলা হয়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের হালিমাবাদ উপস্বাস্থ্যকেন্দ্রে সাত বছর ধরে কোনো চিকিৎসক নেই। তাহলে এই প্রত্যন্ত অঞ্চলটির মানুষ চিকিৎসার জন্য কোথায় যাবে? প্রায় একই রকম অবস্থা দেশের অন্যান্য অঞ্চলের সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমের।
স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞদের মতে, বাজেটে এ খাতের বরাদ্দ অত্যন্ত কম। তদুপরি আছে দুর্নীতি ও অনিয়ম। আমরা মনে করি, সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমকে গতিশীল করার জন্য বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বরাদ্দের সর্বোত্তম ব্যবহারও নিশ্চিত করতে হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kmxi