English

28 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

বাস্তবায়নে কঠোর হতে হবে: সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের সিদ্ধান্ত

- Advertisements -
বিশ্ব অর্থনীতির এখনো টালমাটাল অবস্থা। কভিড মহামারির ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পাশ্চাত্যের উপর্যুপরি নিষেধাজ্ঞা ব্যাহত করেছে অবাধ বাণিজ্য। ইসরায়েল-হামাস যুদ্ধ এখন লেবাননে ছড়িয়ে পড়ছে।
ইয়েমেনের হুতিরা জড়িয়ে গেছে ইসরায়েলবিরোধী যুদ্ধে। লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বা পণ্য পরিবহন অনেক কমে গেছে। আর এসবের প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে। বাংলাদেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে।
মূল্যস্ফীতি প্রবল হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে আশঙ্কাজনক পর্যায়ে চলে এসেছে। এর মধ্যেও দেখা যায়, অপচয়ের প্রতিযোগিতা চলে। এমন পরিস্থিতিতে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনে আরো কঠোর হতে যাচ্ছে সরকার।
চলতি অর্থবছরে নতুন করে থোক বরাদ্দ বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

একই সঙ্গে চলমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সরকারের খরচ ও কর্মকর্তাদের বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহেলালউদ্দীনের সই করা পরিপত্রে এসব তথ্য জানানো হয়।

বিভিন্ন সময়ে গণমাধ্যমে বিদেশভ্রমণের নামে সরকারি অর্থ অপচয়ের অনেক চমকপ্রদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে প্রকাশিত এক খবরে জানা যায়, সচিবালয়ের নতুন ২০ তলা ভবনের জন্য ৯টি লিফট ও ২৪০০ টন ক্ষমতার চিলার এসি কেনা হবে।

আর এ জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তিন আমলা ও গণপূর্ত অধিদপ্তরের সাত প্রকৌশলী বিদেশ সফরে যাবেন। তাঁরা তিনটি দলে বিভক্ত হয়ে সুইজারল্যান্ডফ্রান্স ও মালয়েশিয়া সফর করবেন। দুই বছর আগে আরেক খবরে বলা হয়েছিল ‘মসলা চাষ শিখতে বিদেশ যাবেন ১৮ কর্মকর্তা। সফরের জন্য প্রাথমিক পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল তিন কোটি ২৫ লাখ টাকা এবং ৬৫ জন কর্মকর্তার বিদেশ সফরের প্রস্তাব করা হয়েছিল।

পরিকল্পনা কমিশনের আপত্তির মুখে তা কমিয়ে ১৮ জনে নামিয়ে আনা হয়েছিল এবং ব্যয় কমিয়ে ৯০ লাখ টাকা করা হয়েছিল। ২০২০ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং কার্যক্রমের কিছু কর্মকর্তার খিচুড়ি রান্না ও পরিবেশন শিখতে বিদেশে যাওয়ার বিষয়টি বেশ রসালো আলোচনার খোরাক হয়েছিল।

অভিজ্ঞতা অর্জনে তাঁদের ভারত, ব্রাজিল, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড ভ্রমণ করার কথা হয়েছিল। এমন খবর আরো অনেক প্রকাশিত হয়েছে। কিন্তু এই দুঃসময়ে এ ধরনের ভ্রমণ খুব জরুরি হবে কি? আমরা মনে করি, সরকার সঠিক সিদ্ধান্তই নিয়েছে।

গত বছরও কৃচ্ছ্রসাধনের এমন সিদ্ধান্ত ছিল, কিন্তু তার পরও অনেক অপচয় ঠেকানো যায়নি। তাই এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারকে কঠোর হতে হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন