বাংলাদেশে গণতন্ত্রচর্চার ইতিহাস আগামী দিনে আরো সমৃদ্ধ ও বেগবান হবে, এমনটিই প্রত্যাশা করেছেন তিনি।
রাষ্ট্রপতির স্মারক বক্তব্যের পর সাধারণ প্রস্তাব উত্থাপন করতে গিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংসদ অনন্য ভূমিকা পালন করছে।
সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গণতন্ত্র অগ্রায়নে ভূমিকা রেখে চলেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
আমরা জানি, আদর্শভিত্তিক রাজনীতি, সুশাসন ও দেশের উন্নয়ন হাত ধরাধরি করে চলে। আদর্শচ্যুত রাজনীতিও সমাজ বা রাষ্ট্রকে কিছু দেয় না। নেতৃত্ব অযোগ্য, অদক্ষ হলে সৃষ্টি হয় নৈরাজ্য। কিন্তু এটা তো দৃশ্যমান যে সময় যত গড়াচ্ছে ততই যেন রাজনীতি আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে।
প্রধান দলগুলোতে সুযোগসন্ধানীরা ঢুকে পড়ছে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতির গুণগত মানের ওপর নির্ভর করে রাষ্ট্রের উন্নতি বা অবনতি। রাজনীতি পচনশীল হলে রাষ্ট্র উন্নয়নের বদলে উল্টোপথে হাঁটে।
এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে প্রয়োজন আদর্শ ও বলিষ্ঠ নেতৃত্ব। আমাদের সামনে উদাহরণ আছে। তাঁদের অনুকরণ করতে হবে। যোগ্য ও শিক্ষিত মুখকে রাজনীতিতে আকৃষ্ট করতে হবে। অসুস্থ রাজনীতি থেকে মুক্তি না ঘটলে সবাইকে সামনে আরো বড় মূল্য দিতে হবে।