জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের প্রাথমিক পদক্ষেপ তুলে ধরেছেন।
তিনি জানান, এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শসভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক-জনতার আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে ১ অক্টোবর থেকে কাজ শুরু করতে পারবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টা। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সংস্কার শুরু করার আহবান জানিয়েছেন তিনি।
আমরা মনে করি, যাঁদের ওপর কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা সবাই নিজ নিজ ক্ষেত্রে যোগ্য ও অভিজ্ঞ। তাঁরা নিজেদের কমিশনে যোগ্যদেরই সদস্য হিসেবে বেছে নেবেন। তাঁদের সবার আন্তরিক চেষ্টায় বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে।