English

27 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

লক্ষ্য হোক প্রভাব সীমিত রাখা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

- Advertisements -

আবার জ্বালানি তেলের দাম বাড়াল সরকার। সরকার বলছে, এ খাতের বিপুল ভর্তুকি কমাতে তার হাতে এর বিকল্প ছিল না। জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব যে জনজীবনে পড়বে, তা বলাই বাহুল্য। মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

এখন দরকার মূল্যবৃদ্ধির প্রভাব সীমিত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আশা করি, সরকার দ্রুত তা করবে।
শুক্রবার রাতে দাম বাড়ার পর শনিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে গণপরিবহন চলাচল কমে যায়। কারণ এর সঙ্গে ভাড়া নির্ধারণের বিষয় যুক্ত। সাধারণ যাত্রীরা গতকাল বাস ভাড়ার প্রাথমিক ধাক্কা সামলিয়েছে বাগবিতণ্ডা করে। গত রাতে পরিবহন ভাড়া নির্ধারণের জন্য বৈঠকও হয়েছে।
নিত্যপণ্যের বাজারেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে। কারণ পণ্য পরিবহনসহ উৎপাদন—সব কিছুতে এর প্রভাব আছে। তাই পণ্যের মূল্য যেন জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেটাও এখন সরকারকে দেখতে হবে। অতীতে আনুপাতিক হারের চেয়ে বেশি হওয়ার ঘটনা ঘটেছে। আবার কৃষিপণ্য উৎপাদনের জন্য প্রয়োজন হয় ডিজেল। স্বাভাবিকভাবেই কৃষিপণ্যের উৎপাদন ব্যয় বাড়বে। তবে সে প্রভাব আগামী মার্চের আগে পড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশে ধানের উৎপাদন ব্যয়ের প্রায় ২১ শতাংশ সেচের জন্য হয়। সেচে ব্যবহৃত হয় ডিজেল।
সরকার ডিজেলের দাম বাড়ানোর ক্ষেত্রে ভারতে পাচার বন্ধ করার কথাও বলছে। এবার দাম বাড়ানোর ফলে ভারতে ও বাংলাদেশে ডিজেলের দাম প্রায় সমান হয়েছে।

সরকার নির্বাহী আদেশে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৮০ টাকা থেকে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেন লিটারে ৮৯ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৮৬ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দর গত শুক্রবার রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৫০ কোটি ডলার ঋণ পেতে কাজ শুরু করেছে সরকার। আইএমএফের একটি প্রতিনিধিদল গত মাসে ঢাকা সফর করে গেছে। প্রতিনিধিদল দেশের বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভর্তুকির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল। পাশাপাশি পর্যায়ক্রমে ভর্তুকি কমিয়ে আনতে পরামর্শ দিয়েছিল বলে জানা যায়।

ধারণা করা হচ্ছে, আইএমএফের পরামর্শে ভর্তুকি কমিয়ে আনতে এরই মধ্যে ইউরিয়া সারের দাম কেজিতে ছয় টাকা বাড়ানো হয়েছে।   শুক্রবার রাতে বাড়ানো হয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম। জানা গেছে, বিদ্যুতের দাম ‘যৌক্তিক পর্যায়ে’ আনার কাজ চলছে। এর অর্থ হচ্ছে, বিদ্যুতের দামও শিগগিরই বাড়ানো হতে পারে।

জ্বালানি তেলের দাম এর আগেও অনেকবার বাড়ানো হয়েছে। কিন্তু এবার যে হারে বাড়ানো হলো, তা অতীতে কখনো হয়নি। অনেক অর্থনীতিবিদ মনে করেন, এটা ধাপে ধাপে করলে ভালো হতো। এখন এটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরো বাড়বে।

একটি জনকল্যাণকর সরকারের সব সিদ্ধান্ত জনসাধারণের পক্ষে যাবে—এটাই কাঙ্ক্ষিত।

কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে বেড়ে যাবে জীবনযাত্রার ব্যয়, বাড়বে মূল্যস্ফীতি। এখন এই জায়গায় সরকারকে কাজ করতে হবে। কারণ যেকোনো সরকারই শেষ পর্যন্ত জনগণের কাছে দায়বদ্ধ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kwl0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন