অনেক গ্রাহক জানিয়েছেন, পাঁচটি ব্যাংকের এটিএম বুথ ঘুরেও তিনি টাকা তুলতে পারেননি। কোনো বুথে টাকা নেই, আবার কোনো বুথে অন্য ব্যাংকের এটিএম কার্ড গ্রহণ করে না।
জানা গেছে, টাকা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এক-তৃতীয়াংশে নেমে আসায় এই সংকট তৈরি হয়েছে। বৃহস্পতিবার মতিঝিলের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, দিলকুশার উত্তরা ব্যাংক, এক্সিম ব্যাংক, ওয়ান ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ বন্ধ দেখা গেছে।
এই অবস্থায় এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলতে না পারায় গ্রাহকদের ভোগান্তি চরমে উঠেছে। তা ছাড়া বৃহস্পতিবার চেক দিয়েও এক লাখের বেশি টাকা উত্তোলন বন্ধ রাখা হয়েছিল। এতেও ব্যবসা-বাণিজ্য বা প্রাতিষ্ঠানিক কাজকর্মে অনেক অসুবিধা হয়েছে।
আমরা আশা করি, দ্রুত ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/u6oz