এসব ইট তৈরির জন্য যে বিপুল মাটির প্রয়োজন হয় তা আসে মূলত ফসলি জমির ওপরের স্তর বা টপ সয়েল থেকে। প্রয়োজনীয় অণুজীবসমৃদ্ধ এই উর্বর অংশ বা টপ সয়েল কেটে নিলে সেই জমিতে ফসল হয় না বললেই চলে। তা ছাড়া কয়েক ফুট গভীর করে মাটি কেটে নেওয়ায় বর্ষায় সেখানে পানি জমে যায়। সে কারণেও জমি চাষাবাদের উপযোগী থাকে না।
আমরা মনে করি, কৃষিজমি রক্ষায় আরো কঠোর আইন প্রণয়নের পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। ইট নির্মাণে কৃষিজমির মাটির ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rgbr