তারা বলেছে, এর আগে দেশে সর্বোচ্চ প্রবাস আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২৪.৭৭ বিলিয়ন ডলার। প্রায় দুই মাস বাকি থাকতেই চলতি অর্থবছরে রেমিট্যান্সের প্রবাহ তা ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, জুলাই ২০২৩ থেকে ৭ মে ২০২৪ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৯.৭২ বিলিয়ন ডলার। আর চলতি অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছে ২৫.২৭ বিলিয়ন ডলার।
আমরা মনে করি, বৈধপথে রেমিট্যান্স আসাকে আরো নানাভাবে উৎসাহিত করতে হবে। পাশাপাশি হুন্ডি ব্যবসার দৌরাত্ম্য কমাতে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষ জনশক্তি প্রেরণে আরো বেশি জোর দিতে হবে।