English

30.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

দুর্ভোগ কমাতে উদ্যোগ নিন: রাজধানীতে গ্যাসসংকট

- Advertisements -

রাজধানীতে গৃহস্থালি কাজে গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। কিছু কিছু এলাকায় পাইপলাইনে গ্যাস প্রায় থাকে না বললেই চলে।  প্রকাশিত খবর থেকে জানা যায়, পবিত্র রমজান মাসেও গ্যাসের অভাবে অনেকে ঠিকমতো রান্না করতে পারছেন না। সকাল থেকে রাত ১০-১১টা পর্যন্ত গ্যাসের চাপ খুবই কম থাকে। বাধ্য হয়ে তখন বর্ধিত দামে গ্যাস সিলিন্ডার কিনে আনতে হচ্ছে। অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এতে খরচ অনেক বেড়ে যাচ্ছে। পাশাপাশি গ্যাস ঠিকমতো না পেলেও পুরো মাসের সম্পূর্ণ বিল পরিশোধ করতে হচ্ছে। ফলে মূল্যস্ফীতির এই সময়ে গ্যাসের চাপ কম এমন এলাকাগুলোর বাসিন্দারা কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছে না।

প্রকাশিত খবরে পেট্রোবাংলার বরাত দিয়ে বলা হয়েছে, রমজানে আবাসিক গ্রাহকদের গ্যাসের সরবরাহ কিছুটা সীমিত করে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প-কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর ফলে বেশ কিছু এলাকায় আবাসিকে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নানা কারণেই এমনটা করার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে আবাসিক গ্রাহকদের অসুবিধার দিকটিও বিবেচনায় নিতে হবে। গ্যাসের মাসিক বিল পরিশোধ করার পরও সিলিন্ডার কিনতে হলে রান্নার খরচ দ্বিগুণেরও বেশি হয়ে যায়। দীর্ঘ সময় ধরে চলা মূল্যস্ফীতির কারণে যেখানে সংসার চালাতেই অনেকে হিমশিম খাচ্ছে, সেখানে গ্যাসের জন্য দ্বিগুণ অর্থ ব্যয় করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

জানা যায়, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা চার হাজার মিলিয়ন ঘনফুট। এর মধ্যে পেট্রোবাংলা সরবরাহ করেছে দুই হাজার ৮৭৩ মিলিয়ন ঘনফুট। দৈনিক ঘাটতি থাকছে এক হাজার ১২৭ মিলিয়ন ঘনফুট। আবার ডলার সংকটের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির আমদানিও যথেষ্ট নয়। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি থাকছে।তার ওপর বিদ্যুৎ উৎপাদন ও শিল্প-কারখানাকে অগ্রাধিকার দিতে গিয়ে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় আবাসিক গ্রাহকদের দুর্ভোগ কমানোর বিষয়টিও ভাবতে হবে। পাইপলাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে গ্যাস বিলে ছাড় দিতে হবে।

গ্যাস সিলিন্ডার সুলভ ও সহজলভ্য করতে হবে। সিস্টেম লসের নামে গ্যাস চুরি শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। দুর্মূল্যের বাজারে রান্নাবান্না নিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও স্থির আয়ের মানুষ যে দুর্ভোগ পোহাচ্ছে, তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w73f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন