একটি পরিকল্পিত শহরে পর্যাপ্ত উন্মুক্ত এলাকা ও জলাধার থাকতে হয়। এতে বৃষ্টির পানি মাটির নিচে চলে যেতে পারে। এটি হলে মাটির নিচের পানির স্তরও ভালো থাকে, জলাবদ্ধতাও কমে। অথচ রাজধানী ঢাকায় উন্মুক্ত জায়গা ও জলাধার কমে আসছে।
ঢাকা জেলা প্রশাসন ও রাজউক যৌথ উদ্যোগে এসব পুকুর সংস্কার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেবে। শিগগিরই পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে। তারা এক মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করবে। ‘রাজউকের আওতাধীন এলাকায় বিদ্যমান খাস ও ভিপি পুকুর সংরক্ষণ’ শিরোনামে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
ঢাকা জেলার জেলা প্রশাসকের অধীনে খাসপুকুর বা ভিপি (অর্পিত সম্পত্তি-পুকুর হিসেবে রেকর্ড রয়েছে) পুকুরের একটি তালিকা জেলা প্রশাসকের পক্ষ থেকে রাজউককে পাঠানো হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kiy5