রাতের শাটল ট্রেনে শহর থেকে ক্যাম্পাসে আসার সময় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদে থাকা ১৬ জন শিক্ষার্থী গাছের ডালের সঙ্গে আঘাত লেগে আহত হয়। এদের তিনজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ঘটনার পর রাতভর তাণ্ডব চলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা-যাওয়ার জন্য শিক্ষার্থীদের এই শাটল ট্রেনের ওপর নির্ভর করতে হয়।
হয়তো ৭ সেপ্টেম্বর রাতেও সে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল শিক্ষার্থীদের। রাতের বেলা হেলে পড়া ডাল নজরে আসেনি কারো। ফলে ঘটে গেছে বড় ধরনের দুর্ঘটনা।
প্রকাশিত খবরে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শহরের মধ্যে চলাচলকারী শাটল ট্রেনের বগির সংখ্যা নিয়ে বরাবরই শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3uk0