রাজধানীর নিত্যপণ্যের বাজারে ফের অস্থিরতা দেখা যাচ্ছে, যার সুস্পষ্ট চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। যেখানে একসময়ের সস্তা সবজি কাঁচা পেঁপের কেজি ঠেকেছে ৮০ টাকায়, সেখানে অন্যান্য সবজির চড়া দাম সাধারণ মানুষের হেঁশেলে যেন তেতো স্বাদ নিয়ে আসছে।
সরবরাহ কমে যাওয়ায় পেঁপের এই আকস্মিক মূল্যবৃদ্ধি নিঃসন্দেহে হতাশাজনক, বিশেষত যখন অন্যান্য প্রয়োজনীয় সবজিও নাগালের বাইরে চলে যাচ্ছে।
প্রতিবেদনে দেখা যায়, বেগুন, পটোল, কাঁকরোল, চিচিঙ্গা, ঢেঁড়সসহ প্রায় সব ধরনের সবজি ৭০ থেকে ৮০ টাকা কেজির আশপাশে বিক্রি হচ্ছে।
অন্যদিকে ডিমের বাজারেও অস্বস্তি দেখা যাচ্ছে। সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যদিও মুরগির দাম স্থিতিশীল রয়েছে। ডিমের দাম বাড়ায় স্বল্প আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণে ফের ধাক্কা লাগবে।
তবে কিছুটা স্বস্তি দিচ্ছে পেঁয়াজের স্থিতিশীল দাম।
দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত কয়েক মাসের তুলনায় সহনীয়। আলুর দামও তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।
প্রশ্ন হলো, কেন বারবার নিত্যপণ্যের বাজারে এই ধরনের অস্থিরতা দেখা যায়? সরবরাহ ঘাটতির কথা বলা হলেও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং বাজার সিন্ডিকেটের কারসাজির কথাও সবার জানা।
নিয়মিত বাজার মনিটরিংয়ের অভাব এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণেই সাধারণ মানুষ প্রতিনিয়ত পকেট খালি করতে বাধ্য হচ্ছে।
কাঁচা পেঁপের মতো একটি সহজলভ্য সবজির দাম এভাবে বেড়ে যাওয়া প্রমাণ করে যে বাজারের নিয়ন্ত্রণ কতটা দুর্বল।