English

25.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

বিদ্যুৎ খাতে স্বচ্ছতা নিশ্চিত করুন: পঞ্চপাণ্ডব ও তাঁদের গডফাদার

- Advertisements -
বাংলাদেশের বিদ্যুৎ খাতকে পরিণত করা হয়েছিল দুর্নীতির আঁতুড়ঘরে। পতিত আওয়ামী লীগ সরকার ‘শতভাগ বিদ্যুতায়ন’ প্রচারণার আড়ালে সীমাহীন অন্ধকার তৈরি করেছিল। যদিও দেশে লোডশেডিং ছিল এবং আছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এখনো সম্ভব হয়নি।
প্রয়োজনের চেয়ে বেশি অন্তত ১০ হাজার মেগাওয়াটের ওপর উৎপাদন সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থাকার পরও লোডশেডিং করে ঘাটতি মেটাতে হচ্ছে। অথচ ১৫ বছরে লুটপাট হয়েছে কয়েক লক্ষ কোটি টাকা।
একটু পেছন ফিরে তাকালে দেখতে পাব ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবেলার উদ্দেশ্যে দুই বছরের জন্য ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন’ করা হয়। এ আইনে এমন বিধান করা হয়েছে যে বিদ্যুতের জন্য জ্বালানি আমদানি অথবা বিদ্যুৎকেন্দ্র স্থাপন অথবা বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্য কোনো কার্যক্রম, গৃহীত কোনো ব্যবস্থা, আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উপস্থাপন করা যাবে না।
এ আইনের আওতায় বিনা দরপত্রে ভাড়াভিত্তিক বিদ্যুৎ ক্রয়, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি, বিনা দরপত্রে গ্যাস-বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ, অবকাঠামো নির্মাণের সুযোগ দেওয়া হয়। আইন অনুসারে বিদ্যুৎ ও জ্বালানিসংক্রান্ত কেনাকাটার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনা যাবে না।
এসব বৈশিষ্ট্যের কারণে এ আইনকে ‘দায়মুক্তি আইন’ বলে অভিহিত করা যায়। প্রশ্ন ওঠা স্বাভাবিক, কেন এই আইন করার দরকার হয়েছিল।
প্রতিবেদন থেকে বিদ্যুৎ খাতে পতিত সরকারের  পঞ্চপাণ্ডবের কথা জানা যাচ্ছে। পঞ্চপাণ্ডবের গডফাদার ছিলেন তিনজন। মূলত তাঁদের দায়মুক্তি নিশ্চিত করাই কি ছিল এই আইনের উদ্দেশ্য? এই পাঁচজনই ছিলেন বিদ্যুৎ খাতের অর্থ লেনদেনের মূল নিয়ন্ত্রক। প্রকল্প গ্রহণ, কারো পদায়ন বা বিদ্যুত্সংক্রান্ত কোনো আর্থিক লেনদেনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন তাঁরা। আর গডফাদারদের কমিশন দিতেন বলে পঞ্চপাণ্ডবদের অপকর্মের জবাব দিতে হতো না।
বিদ্যুৎ খাতে এই পঞ্চপাণ্ডব ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সাবেক এসডিজিবিষয়ক সমন্বয়ক এবং সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সামিট গ্রুপের আজিজ খান ও এস আলম।

অনুসন্ধানে বের হয়ে এসেছে পঞ্চপাণ্ডবের তিনজন গডফাদারের নাম। তাঁরা হলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি। তিন গডফাদার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর অপত্য ছত্রচ্ছায়ায়। বিদ্যুৎ খাতের এই লুণ্ঠনের চিত্র বড় ভয়ংকর ও বড় সর্বনাশা।

এই দুর্নীতির ফলে শুধু দেশের অর্থনীতিই ক্ষতি হয়নি, দেশের জ্বালানি নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। এই পঞ্চপাণ্ডব ও তাঁদের গডফাদারকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। এ জন্য ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন’ পুনর্বিবেচনার দাবি রাখে। বিদ্যুৎ খাতের স্বচ্ছতা, জবাবদিহি এবং টেকসই উন্নয়নের জন্য এই পদক্ষেপগুলো অবিলম্বে গ্রহণ করতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k0zj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন