অনুসন্ধানে বের হয়ে এসেছে পঞ্চপাণ্ডবের তিনজন গডফাদারের নাম। তাঁরা হলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি। তিন গডফাদার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর অপত্য ছত্রচ্ছায়ায়। বিদ্যুৎ খাতের এই লুণ্ঠনের চিত্র বড় ভয়ংকর ও বড় সর্বনাশা।
এই দুর্নীতির ফলে শুধু দেশের অর্থনীতিই ক্ষতি হয়নি, দেশের জ্বালানি নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। এই পঞ্চপাণ্ডব ও তাঁদের গডফাদারকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। এ জন্য ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন’ পুনর্বিবেচনার দাবি রাখে। বিদ্যুৎ খাতের স্বচ্ছতা, জবাবদিহি এবং টেকসই উন্নয়নের জন্য এই পদক্ষেপগুলো অবিলম্বে গ্রহণ করতে হবে।