সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি বা আংকটাড), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদনগুলো বাংলাদেশের অর্থনীতির এক কঠিন চিত্র তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি, অভ্যন্তরীণ বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি এবং আর্থিক খাতে দুর্বলতা—এসবই অর্থনীতির গতিকে শ্লথ করে দিয়েছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর রপ্তানিপ্রবাহে মারাত্মক প্রভাব ফেলবে, বিশেষ করে পোশাক ও কৃষি খাতে। এর ফলে মার্কিন বাজারে প্রবেশ আরো কঠিন হয়ে পড়বে।
চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের রাজস্ব আয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার উৎস শক্তিশালী করা (রপ্তানি ও রেমিট্যান্স) এবং বিদেশি ঋণের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। একই সঙ্গে বিনিয়োগের পরিবেশ স্থিতিশীল করা এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা না গেলে কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে।