দেশের রাজনৈতিক ক্ষমতাচর্চার অন্যতম শিকার নদ-নদী ও খাল। এ ক্ষেত্রে ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের লোকদের মিলেমিশে ভাগজোখ করার ঘটনা আমরা দেখতে পাই। যেমন বগুড়ার ধুনটে যমুনা নদীর বালু লুটের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা।
রাজনৈতিক বিরোধ থাকলেও দুই দলের নেতা-কর্মীদের মধ্যে এই জায়গায় বড় মিল দেখা যাচ্ছে। ফলে বালু লুটের ব্যবসা সেখানে চরমভাবে গেড়ে বসেছে। যমুনা নদীর যে সর্বনাশ ঘটছে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন না হয়ে পারি না।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tszn