রংপুরের কাউনিয়ার খানসামায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্লোগানের ভাষা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন। বরগুনার আমতলী উপজেলায় তরমুজের গাড়িতে চাঁদা তুলতে বাধা দেওয়ায় এক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাধার কারণে মামলাও করতে পারেননি তাঁরা। মামলা করলে চেয়ারম্যান তাঁদের এলাকাছাড়া করারও হুমকি দিয়েছেন।
গত সোমবার মধ্যরাতে ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে। গত রবিবার রাতে রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি।
পৃথক আরেক খবরে বলা হয়েছে, ঈদের ছুটির তিন দিনে, শুক্রবার থেকে রবিবার ও গত সোমবার ১৩ জেলায় ছাত্র, শিক্ষক, ব্যবসায়ীসহ ২৩ ব্যক্তি খুন হয়েছেন। গত সোমবার ভোরে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এক নেত্রীর বোনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গুলিতে আহত হয়েছেন ওই নেত্রী ও তাঁর মেয়ে। গত রবিবার ঢাকার ধামরাইয়ে বখাটের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ছাত্রের ওপর হামলার অভিযোগ উঠেছে।