English

26 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

লাগাম টেনে ধরতে হবে: আইন-শৃঙ্খলা পরিস্থিতি

- Advertisements -
এক শ্রেণির মানুষ বোধ হয় পুলিশ-প্রশাসন, বিচারব্যবস্থা, মানবিক মূল্যবোধ—কোনো কিছুরই তোয়াক্কা করছে না। এর ফলে সামান্য কারণেই খুনের ঘটনাও ঘটছে। গুরুতর অপরাধের ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও বাড়ছে অপরাধ।প্রকাশিত কিছু খবরের দিকে দৃষ্টি দেওয়া যাক। দেশের ৯ জেলায় গত রবি, সোম ও মঙ্গলবার—তিন দিনে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরে এক যুবলীগ নেতা ও এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
Advertisements

রংপুরের কাউনিয়ার খানসামায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্লোগানের ভাষা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন। বরগুনার আমতলী উপজেলায় তরমুজের গাড়িতে চাঁদা তুলতে বাধা দেওয়ায় এক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাধার কারণে মামলাও করতে পারেননি তাঁরা। মামলা করলে চেয়ারম্যান তাঁদের এলাকাছাড়া করারও হুমকি দিয়েছেন।

গত সোমবার মধ্যরাতে ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে। গত রবিবার রাতে রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি।

Advertisements

পৃথক আরেক খবরে বলা হয়েছে, ঈদের ছুটির তিন দিনে, শুক্রবার থেকে রবিবার ও গত সোমবার ১৩ জেলায় ছাত্র, শিক্ষক, ব্যবসায়ীসহ ২৩ ব্যক্তি খুন হয়েছেন। গত সোমবার ভোরে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এক নেত্রীর বোনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গুলিতে আহত হয়েছেন ওই নেত্রী ও তাঁর মেয়ে। গত রবিবার ঢাকার ধামরাইয়ে বখাটের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ছাত্রের ওপর হামলার অভিযোগ উঠেছে।

গত কয়েক দিনের এসব ঘটনা থেকে এটা ধরে নেওয়া যায় যে সারা দেশেই অপ্রীতিকর ঘটনা বাড়ছে। সমাজের কিছু মানুষ যে দিন দিন অপরাধপ্রবণ হয়ে উঠছে, তা বলার অপেক্ষা রাখে না। খুনখারাবির লাগাম টেনে ধরতে না পারলে জনমনে নিরাপত্তাহীনতার বোধ আরো তীব্র হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে সাধারণ মানুষের মধ্যে নতুন করে দুশ্চিন্তা দেখা দেবে।
পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন হতে যাচ্ছে। সামনে একটি সাধারণ নির্বাচন। এ অবস্থায় রাজনৈতিক উত্তেজনাও বাড়বে। স্বাভাবিকভাবেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে আমরা মনে করি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mlnq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন