English

29.3 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
- Advertisement -

সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: দুই কোটি টাকার কিল্লায় ফাটল

- Advertisements -
বাংলাদেশ দুর্যোগ-দুর্বিপাকের দেশ হিসেবে পরিচিত। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এ দেশের মানুষের নিত্যসঙ্গী। তদুপরি বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা ক্রমেই বাড়ছে। বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা।
সাগরের নোনা পানিতে তলিয়ে যাচ্ছে উপকূলীয় নিম্নাঞ্চল। জাতীয় ও আন্তর্জাতিক নানা গবেষণায় উঠে এসেছে দক্ষিণাঞ্চলের দুই-তৃতীয়াংশ মানুষ বা প্রায় দুই কোটি মানুষ চরম ঝুঁকিতে আছে। তাদের রক্ষায় নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে আছে উপকূলীয় বেড়িবাঁধ আরো উঁচু ও মজবুত করে গড়ে তোলা, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ, মুজিব কিল্লা নির্মাণ ইত্যাদি।
কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এসব কাজের মান নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। গতকাল কালের কণ্ঠে প্রকাশিত খবরে দেখা যায়, বরগুনার তালতলীতে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে তামাতুটিলা মুজিব কিল্লা। কিন্তু নির্মাণ শেষে হস্তান্তরের আগেই ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে।
জানা যায়, ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের অধীনে তালতলীতে এই ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং এক কোটি ৯৪ লাখ টাকা খরচ করে ভবনটি নির্মাণ করা হয়। মুজিব কিল্লা প্রকল্পের প্রকৌশলী মো. শামছুুদ্দোহা বলেন, ‘ভবনের কয়েকটি স্থানে ফাটল আছে। ঠিকাদারকে একাধিকবার ঠিক করে দিতে বলেছি। কিন্তু তিনি ঠিক করে দিচ্ছেন না। ফাটল সংস্কার না করা পর্যন্ত আমরা ভবনটি বুঝে নেব না।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/acd8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন