English

27 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫
- Advertisement -

সঠিক নীতি গ্রহণ করা: জরুরি কাগজশিল্পের সংকট

- Advertisements -
বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে এক গভীর সংকট বিদ্যমান, যার মূল কারণ হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের কিছু বিতর্কিত নীতি ও অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের প্রতি তাদের উদাসীনতা। বিশেষভাবে এক লাখ কোটি টাকার কাগজশিল্পের চরম দুরবস্থা এই পরিস্থিতির এক জ্বলন্ত উদাহরণ।দেশের ১০৬টি কাগজ কারখানার মধ্যে ৭০টিই এখন বন্ধ এবং সচল থাকা কারখানাগুলোতেও উৎপাদন সক্ষমতা কমেছে প্রায় ৩০ শতাংশ। গ্যাসস্বল্পতা, কাঁচামালের অভাব, ডলার সংকট এবং উচ্চ সুদের হার এই শিল্পকে রুগ্ণ করে তুলেছে।

অথচ অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার সহায়তা চেয়ে চিঠি পাঠানো হলেও বাংলাদেশ ব্যাংক নীরব ভূমিকা পালন করছে। তাদের দায়সারাভাবে গঠিত একটি কমিটি এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি, যা দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

এই সংকট কেবল কাগজশিল্পেই সীমাবদ্ধ নয়, কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতিগুলো সামগ্রিক অর্থনীতিকে ভুগিয়েছে। ডলারের বিনিময় হার নিয়ে একের পর এক ‘পরীক্ষা-নিরীক্ষা’ মুদ্রাবাজারকে অস্থিতিশীল করেছে।আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে নীতি সুদ হার বৃদ্ধি এবং বাজারভিত্তিক বিনিময় হার কার্যকর করায় ডলারের দাম বাড়ছে, যা বেসরকারি খাতে বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এবং দুর্বল ব্যাংকগুলোর ঘুরে দাঁড়াতে না পারাটাও আর্থিক খাতের ভঙ্গুরতাই নির্দেশ করছে।

অর্থনীতিবিদরা মনে করেন, বাজারের স্থিতিশীলতা ধরে রাখতে হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য।

শুধু বাজারভিত্তিক বিনিময় হার ঘোষণা করাই যথেষ্ট নয়, বরং পর্যাপ্ত ডলারের সরবরাহ নিশ্চিত করতে হবে। কাগজের মতো গুরুত্বপূর্ণ একটি শিল্পের সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের আরো সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন।
অর্থ মন্ত্রণালয়ের সুপারিশগুলোকে গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কেবল কাগজশিল্প নয়, দেশের সামগ্রিক অর্থনীতিই এক বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। লাখো কোটি টাকার বিনিয়োগ এবং লাখো মানুষের কর্মসংস্থান রক্ষায় এখনই সঠিক নীতি গ্রহণ করা জরুরি।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন