English

26.6 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

বিনিয়োগ আকৃষ্ট করুন: আগ্রহী জাপান ও সৌদি আরব

- Advertisements -

অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম শর্ত বিনিয়োগ। আধুনিক বিশ্বে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। নিজেদের দেশের বিনিয়োগের পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ উন্নয়নের নেপথ্য শক্তি হিসেবে কাজ করেছে। নতুন নতুন বিনিয়োগ বিকাশমান অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়।

নতুন কর্মসংস্থান হয়। বিনিয়োগের লভ্যাংশ থেকে নতুন বিনিয়োগ আসে। বাজারে তার ইতিবাচক প্রভাব পড়ে।
বিনিয়োগ বাড়লে গতি পায় অর্থনীতির চাকা। দেশি বিনিয়োগের সমৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদেরও আকৃষ্ট করে, আস্থা বাড়ায়। বাংলাদেশের সামনে বিদেশি বিনিয়োগ টানার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। গত বুধবার রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত ‘পরবর্তী উন্নয়ন যাত্রায় বাংলাদেশ জাপানের অংশীদারিত্ব’ শীর্ষক সংলাপে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, ৬৮ শতাংশ জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায়। জাপান বাংলাদেশে চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে চায়। এ জন্য মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ অথবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ সম্পাদন এবং উভয় দেশের বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপান স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পাশে রয়েছে। এলডিসি থেকে বের হওয়ার পরও বাংলাদেশকে দেওয়া বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার চিন্তা করছে তারা। মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও ঢাকা মেট্রো রেল প্রকল্পের অবকাঠামো উন্নয়নে তারা ভূমিকা রাখছে।

অন্যদিকে সৌদি আরবের বিনিয়োগকারীরা বাংলাদেশ নিয়ে বেশ আগ্রহী বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। গত বুধবার ঢাকায় একটি হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে যদি সৌদি সরকার বা সৌদি কম্পানিগুলো আসতে চায়, তাদের সব ধরনের সুবিধা দেওয়া হবে। এরই মধ্যে ২০টি সৌদি কম্পানি আগ্রহ দেখিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বিশ্ব বাংলাদেশকে চিনেছে উন্নয়নের রোল মডেল হিসেবে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে আমাদের উত্তরণ ঘটেছে। ২০৪১ সালে আমরা উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছি। এই অবস্থায় অর্থনীতির স্বাভাবিক গতি ধরে রাখতে এখন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সব সমন্বয়হীনতা ও আমলান্ত্রিক জটিলতা দূর করতে হবে। পরিবেশ সৃষ্টি করে আস্থা অর্জন করতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q0pd
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন