English

31 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

অস্তিত্বহীন সেচ খাল: ৩৮৪ কোটি টাকার প্রকল্প ব্যর্থ কেন হলো

- Advertisements -

প্রতিবেদন বলছে, অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে পাবনার অনেক সেচ খালই অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থায় সেচের পানি পাচ্ছেন না অনেক কৃষক। প্রকল্পের উদ্দেশ্য ছিল প্রতিবছর সেচের আওতা বাড়িয়ে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের মোট ১২টি উপজেলায় বিস্তৃত করা। পৌনে দুই লাখ হেক্টরের বেশি জমি সেচের আওতায় নিয়ে আসা হবে। অথচ চলতি বছর সেই প্রকল্পের সেচ এলাকা মাত্র সাড়ে তিন হাজার হেক্টরে নেমে এসেছে।

অনেক জায়গায় পাউবো নির্মিত সেচ খাল অস্তিত্বহীন হয়ে গেছে, কোনো খাল সংকুচিত হয়ে গেছে, কোনো খাল দিয়ে পানি আসে না। পাউবোকে বারবার বলার পরও তারা কিছু করেনি। কোনো এলাকা কৃষকেরা নিজেরাই খাল সংস্কার করেছেন, কোনো এলাকায় খালের পানি না পেয়ে বাধ্য হয়ে সেচযন্ত্র বসিয়ে জমিতে সেচ দিচ্ছেন। এ জন্য প্রতি বিঘায় কৃষকের তিন থেকে চার হাজার টাকা খরচ হচ্ছে। অথচ প্রকল্পের শুরুতে সেচ বাবদ পাউবোকে বিঘাপ্রতি বছরে ১৮০ টাকা করে দিতে হতো। ফলে সেচ দিতে গিয়ে কৃষকের ব্যয় বেড়ে যাওয়ায় কমে গেছে ফসলের আবাদ।

Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন