English

32.1 C
Dhaka
রবিবার, জুলাই ২০, ২০২৫
- Advertisement -

ব্যাপক কর্মসূচি নিতে হবে: শিশুদের মধ্যে অনুপুষ্টিকণার ঘাটতি

- Advertisements -

ভিটামিন ‘এ’র অভাবে শিশুদের মধ্যে রাতকানা রোগ, এমনকি অন্ধত্ব দেখা দিতে পারে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশে বছরে প্রায় ৪০ হাজার শিশু এমন অন্ধত্বের শিকার হয়, যা একটু সচেতন হলেই প্রতিরোধ করা যেত। এমন অবস্থা থেকে রক্ষা করতে বছরে দুইবার বিনা মূল্যে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

তার পরও অবস্থার খুব একটা পরিবর্তন দেখা যায় না। দ্বিতীয় জাতীয় অনুপুষ্টিকণা জরিপে উঠে এসেছে, দেশে ছয় মাস থেকে চার বছর ১১ মাস বয়সী প্রতি দুটি শিশুর মধ্যে একটি শিশুর ভিটামিন ‘এ’ ঘাটতি রয়েছে। এ ছাড়া প্রতি ১৩ জনের মধ্যে একজন নারীরও ভিটামিন ‘এ’র ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা আইসিডিডিআরবি পরিচালিত এই জরিপের ফলাফল গত রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রকাশিত খবর অনুযায়ী, অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে জিংকের ঘাটতি ৩১ শতাংশ, আয়োডিনের ঘাটতি ২০ শতাংশ এবং আয়রনের ঘাটতি রয়েছে ১৫ শতাংশ। ভিটামিনের ক্ষেত্রে ২২ শতাংশ শিশুর মধ্যে ভিটামিন ‘ডি’ এবং ৭ শতাংশ শিশুর মধ্যে ভিটামিন ‘এ’র ঘাটতি রয়েছে। প্রথম জাতীয় অনুপুষ্টিকণা জরিপ ২০১১-১২-এর সঙ্গে তুলনা করলে দেখা যায়, শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’, ‘ডি’ এবং জিংক ঘাটতিজনিত অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
কিন্তু আয়রনের ঘাটতি আগের তুলনায় বেড়েছে। এবারের জরিপে প্রথমবারের মতো পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে আয়োডিনের মাত্রা পরিমাপ করা হয়। এবারের জরিপে উঠে আসা আরেকটি উদ্বেগজনক বিষয় হলো ৭০ শতাংশ নারীর মধ্যে ভিটামিন ‘ডি’র ঘাটতি পাওয়া গেছে।
আইসিডিডিআরবির গবেষণাটি আমাদের কিছু ভয়ংকর সত্যের মুখোমুখি করেছে। নারী ও শিশুদের মধ্যে অনুপুষ্টিকণার যে ঘাটতি দেখা যাচ্ছে, তা কোনোভাবেই আমাদের একটি সুস্থ-সবল জাতি হিসেবে গড়ে ওঠার ইঙ্গিতবাহী নয়।
নারী ও শিশুদের পুষ্টির ঘাটতি মোকাবেলায় নতুন করে জাতীয় কর্মকৌশল প্রণয়ন করা জরুরি হয়ে উঠেছে। পুষ্টি নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াইকে আরো জোরদার করতে বিদ্যমান কর্মসূচিগুলোও ঢেলে সাজাতে হবে। অতীতে আমদানি করা ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়েও প্রশ্ন উঠেছিল। তেমনটি যেন আর না হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির জন্য বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4skx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন