English

26.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

সরবরাহ নিশ্চিত করুন: বেড়েই চলেছে পণ্যমূল্য

- Advertisements -
বর্তমান অস্থির ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। পণ্যবাহী ট্রাক ঢুকছে খুবই কম। যারা ঝুঁকি নিয়ে পণ্য পরিবহন করছে তারাও ট্রাকপ্রতি ভাড়া নিচ্ছে অনেক বেশি। কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি ভাড়া নিচ্ছে।
এর ফলে বেড়ে যাচ্ছে পণ্যের দাম। সেই সঙ্গে আছে এক শ্রেণির সুযোগসন্ধানী ব্যবসায়ীর অতি লাভের মানসিকতা। ফলে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে। প্রকাশিত খবরে বলা হয়, বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মাছ, মুরগি ও সবজির সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কম।
দু-তিন দিনের ব্যবধানে খুচরা বাজারে মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা, যা দু-তিন দিন আগেও ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগির কেজি ৩৩০ থেকে ৩৫০ টাকা, যা দু-তিন দিন আগে ছিল ২৮০ থেকে ৩০০ টাকা। মাছের দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
বাজারে সবজির সরবরাহ কম। সবজিভেদে কেজিপ্রতি দাম ৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এই অবস্থায় সাধারণ মানুষ দিশাহারা। শুধু মুরগি, মাছ বা সবজির দাম নয়, দাম বেড়ে গেছে প্রায় প্রতিটি পণ্যের। চালের দাম কেজিপ্রতি বেড়েছে দুই থেকে তিন টাকা।
ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে। পাড়া-মহল্লায় কোথাও কোথাও ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। আলু-পেঁয়াজের দামও কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বেড়েছে নিত্যপ্রয়োজনীয় অন্য অনেক পণ্যের দামই। এরই মধ্যে অনেককে আক্ষেপ করে বলতে শোনা গেছে, ‘রীতিমতো না খেয়ে মরার উপক্রম হয়েছে।’ এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কী?

বাজারের এমন সমস্যা দীর্ঘদিনের। খাদ্য মূল্যস্ফীতি ঘুরেফিরে দুই অঙ্কের ঘরেই থাকছে। তার ওপর যোগ হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা ও দেশজুড়ে সীমাহীন নাশকতা। এই অবস্থায় ব্যবসায়ীরা পণ্য পরিবহনে ভীত হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে যে পণ্য আনা হয়, তা বাজারের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। তাই যেকোনো মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে টিসিবি এবং অন্যান্য সংস্থার মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নিতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n3t5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন