English

31 C
Dhaka
শনিবার, জুন ১৪, ২০২৫
- Advertisement -

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘৩য় আন্তর্জাতিক ব্যবসা অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৫’

- Advertisements -

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মিলনায়তনে আয়োজিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ শিক্ষা ও সৃজনশীলতার উৎসব ‘৩য় আন্তর্জাতিক ব্যবসা অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৫’।

দিনব্যাপী এ আয়োজনে ছিল স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার, প্রশ্নোত্তর পর্ব, লাইভ ডিসকাশন, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা ব্যবসা, পর্যটন ও ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এম. এ. জলিল অনন্ত। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমি তোমাদের দেখে অনুপ্রাণিত হই এবং প্রতিনিয়ত শিখি তোমাদের চিন্তা-চেতনার অনুকরণে। তোমাদের মধ্যেই সেই সফল, যে নিয়মিত পড়াশোনা করে এবং গঠনমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখে।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এমন একটি অনুপ্রেরণামূলক আয়োজনের অংশ হতে পেরে তিনি গর্বিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা, মডেল ও উদ্যোক্তা আফিয়া নুসরাত বর্ষা।

এই আন্তর্জাতিক অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস এবং বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি)। বাস্তবায়নে সহযোগিতা করে ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (FOHTEM)।

প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন শোবিজ ও কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিরা। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা তৌসিফ মাহবুবসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি ও ফোহটেমের চেয়ারম্যান ও প্রোগ্রাম চিফ অর্গানাইজার এম. এ. নাহিয়ান, পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম, পারফেক্ট ইলেকট্রনিক্সের নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবির, শায়হান রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সাইফ মোঃ সাইফুর রহমান এবং বিজিবি ও ফোহটেমের প্রধান নির্বাহী অ্যাসোসিয়েট প্রফেসর এম. আব্দুল্লাহ আল মামুন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলম, ডেজিগনেটেড ট্রেজারার প্রফেসর মোহাম্মদ সোহেল মোস্তফা, অনুষ্ঠান সমন্বয়ক প্রফেসর ড. বেহজাদ নূর ও বিবিএ বিভাগের প্রধানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, আন্তর্জাতিক মানের এই আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং বাস্তবমুখী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আয়োজক ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন