আজ বৃহস্পতিবার পাবনার সুজানগরে অবস্থিত জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত চিত্রতারকা ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন সাহেব গত ছয় মাস ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি প্রফেসর আব্দুর রব। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আলহাজ্ব গোলাম মোস্তফা।
সভায় দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়— প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্যের জন্য সবাই যেন দোয়া ও প্রার্থনায় শামিল হন।