করোনা মহামারিতে বিপর্যস্ত প্রত্যেক শিক্ষককে এককালিন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিনাসুদে ১০ হাজার কোটি টাকা প্রণোদনা বরাদ্দের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে ১৮টি কিন্ডারগার্টেন সংগঠন। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় ১৮টি সংগঠনের এক যৌথ সভা তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে শিক্ষকনেতা বীর মুক্তিযোদ্ধা এম. শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা শিক্ষক পরিষদের শিক্ষা সচিব এম এ মান্নান মনির-এর সঞ্চালনায় এতে সূচনা বক্তব্য রাখেন যৌথ সভার সমন্বয়কারী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।
বিভিন্ন কিন্ডারগার্টেন সংগঠনের শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম, ইস্কান্দার আলী হাওলাদার, নজরুল ইসলাম ঢালী, নূরুজ্জামান কায়েস, হাবিবুর রহমান, রেজাউল হক, জিএম কবির রানা, এইচ এম বাদল, মিজানুর রহমান সরকার, এম এ ছিদ্দিক মিয়া, ড. মনিরুজ্জামান, শান্তা ফারজানা, আহসান সিদ্দিকী, লায়ন তাজুল ইসলাম, মোমিন মেহেদী, জিএইচ ফারুক, শেখ মিজানুর রহমান, ফারুক আহমেদ, মো. সফিকুল ইসলাম স্বপন, মো. জহিরুল ইসলাম খান, মো. আলাউদ্দীন, জয়নাল আবেদীন জয়, সোহরাব হোসাইন, মো. মোজাম্মেল হক, ইব্রাহিম খলিল, মো, জাহাঙ্গীর আলম, মো. আলমগীর হোসেন, সৈয়দ হামিদুর রহমান, তকবির আহমেদ, নজরুল মাহমুদ প্রমুখ।
যৌথ সভায় ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে ‘কিন্ডারগার্টেন ও সমমান শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় কমিটি’ গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। এ জন্য সকল সংগঠনের চেয়ারম্যান-এর সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি এবং মহাসচিবদের সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। যৌথ সভায় মোহাম্মদ আবদুল অদুদকে প্রধান সমন্বয়কারী হিসেবে আগামীতে সকল কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। এসময় যৌথ সভার উদ্যেগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, প্রতিটি সেক্টরে প্রণোদনা দেয়া হলেও আমরা কেন বঞ্চিত হবো? তারা করোনা মহামারিতে বিপর্যস্ত কিন্ডারগার্টেন ও শিক্ষকদের সমস্যা সমাধানে দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/qx61
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন