English

33.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
- Advertisement -

ছয় দাবিতে মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভ

- Advertisements -

ছয় দফা দাবিতে বিক্ষোভে নেমেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিয়াবাড়ি গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করে তারা। এই প্রতিবেদন লেখার সময় সকাল ১১টায় তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো—

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণকেন্দ্র পরিবর্তন করে আরো মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, নিহতদের সঠিক সংখ্যা শতাধিক হলেও এর সঠিক তালিকা প্রকাশ করা হচ্ছে না। এই দাবি মেনে না নিলে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়।

এতে বহু শিক্ষার্থী হতাহত হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ দুর্ঘটনায় ২৫ শিক্ষার্থীসহ ২৭ জন নিহত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হতাহতের সংখ্যা গোপন করার দাবি সঠিক নয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/97pg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন