ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
সোমবার রাতে গণমাধ্যমকে তিনি বলেন, ‘নুরকে ছেড়ে দেয়া হয়েছে’।
এর আগে আজ রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছিল।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে নুরসহ ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ঢাবির এক ছাত্রী। এই মামলার প্রতিবাদে আজ বিকেলে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেখানেই পুলিশের ওপর ওই হামলা করা হয় বলে অভিযোগ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন