English

26 C
Dhaka
রবিবার, নভেম্বর ২, ২০২৫
- Advertisement -

নভেম্বরের মধ্যেই সব নতুন বই পেয়ে যাবো: গণশিক্ষা উপদেষ্টা

- Advertisements -

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপা হচ্ছে। গুদামে আসতে শুরু করেছে। নভেম্বরের মধ্যেই আমরা সব বই পেয়ে যাবো। বই পাওয়া গেলেই বিতরণ শুরু হবে।’

আজ রবিবার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা আরো বলেন, ‘হাওর একটি বিশেষ এলাকা। এখানকার শিক্ষার সমস্যা আমরা চিহ্নিত করেছি। এখন সমস্যা সমাধানের কাজ চলছে। আমাদের পরে যারা আসবেন, তারা যদি আমাদের কাজ এগিয়ে নেন, তাহলে হাওরসহ সারা দেশের প্রাথমিক শিক্ষার চেহারা বদলে যাবে।’

সারা দেশে মিডডে মিল সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমানে ১৫০টি বিদ্যালয়ে মিডডে মিল চালু হয়েছে। পরবর্তীতে সারা দেশে আমরা এটি চালুর বিষয়ে কাজ করছি ‘ শিক্ষার্থীদের মেধা ও নৈতিক উন্নয়নে অভিভাবকদেররও সচেতনতা কামনা করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘শুধু মেধাবী হলে হবে না। নৈতিকতায় উন্নতি করতে হবে। নৈতিক ও মানবিক না হলে আমাদের শিক্ষা কোনো কাজে লাগবে না।’

‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত মহাপরিচালক তাসলিমা আক্তার, পরিচালক মো. শামসুল হাসান, উপপরিচালক নূরুল ইসলাম, পিটিআইয়ের সুপার দীপঙ্কর মোহান্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3vmh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন