English

30 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধের আহ্বান শিক্ষামন্ত্রীর

- Advertisements -

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, একটি মহল সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সব চেয়ে বেশি ভূমিকা পালন করতে পারেন শিক্ষকরা।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ‘সামাজিক সম্প্রীতি সুরক্ষায় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাশিপ সভাপতি প্রফেসর আবদুল মান্নান চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর সাজিদুল ইসলাম, অধ্যক্ষ সাইদুর রহমান পান্না, প্রধান শিক্ষক মেহেরুন্নেছা, প্রধান শিক্ষক সামসুল হুদা, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ মাসুদ আহমেদ, অধ্যক্ষ শরীফুল ইসলাম,অধ্যক্ষ মোশাররফ হোসেন মুকুল, অধ্যক্ষ গোলাম মোস্তফা খোশনবিশ,উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী, সহকারী অধ্যাপক আলী আশরাফ শামীম প্রমুখ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন