English

28.5 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫
- Advertisement -

আগামী ১ মাসের মধ্যে পাল্টে যাবে শেবাচিমের চিত্র: পরিচালক মশিউল মুনীর 

- Advertisements -
জুবায়ের ইসলাম চৌধুরী: খুব দ্রুতই বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র পাল্টে যাবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা: এ.কে.এম মশিউল মুনীর।
আজ ১১ ই আগস্ট সকাল ১১ টায় হাসপাতালের ৩ য় তলায় মেডিসিন বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের সমস্যা শনাক্ত এবং তা দ্রুত সমাধানে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন পরিচালক।
তিনি বলেন বরিশাল বিভাগের ৬ টি জেলাসহ অন্যান্য জেলা থেকে আগত মানুষের বিপদের বন্ধু আস্থার প্রিয় প্রতিষ্ঠান অর্থাৎ এই হাসপাতালে যোগদান করার পর থেকেই আমি চেষ্টা করেছি সেবার মান বৃদ্ধি করে উন্নয়ন মূলক কর্মকাণ্ড চলমান রাখতে। ইতোমধ্যে বিভিন্ন সমস্যা শনাক্ত এবং সেটি সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছি।
রোগীদের ভোগান্তি মুক্ত সেবা নিশ্চিত করতে মেডিসিন, গাইনি,সার্জারীসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলো মূল ভবনে রাখার পরিকল্পনা গ্রহণ করেছি। এছাড়াও হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বৃক্ষ রোপণ ও সৌন্দর্য বর্ধন কাজ চলমান রয়েছে। পাশাপাশি কম্পাউন্ডের মধ্যে থাকা অস্থায়ী দোকান উচ্ছেদ, দালাল চক্রের বিরুদ্ধে চিরুনী অভিযান, ইমারজেন্সি গেট থেকে ট্রলি চালক ও এ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেট তাড়ানোসহ হয়রানি বন্ধে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সেবা প্রত্যাশী রোগীদের সুবিধার্থে হাসপাতালের প্যাথলজি বিভাগেই পরিক্ষা নিরীক্ষা শতভাগ চালু রাখার জন্য নতুন যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি এবং দ্রুতই হাতে পাবো বলে আশা প্রকাশ করছি। শুধু তাই নয় রোগীর সাথে সাক্ষাৎ করতে আসা আগত অতিথিদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ চালু রয়েছে। এখন তাদের জন্য পাবলিক টয়লেট নির্মাণ করার পরিকল্পনা চুড়ান্ত পর্যায়ে রয়েছে।
সমসাময়ীক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে শেবাচিম পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা: এ.কে.এম মশিউল মুনীর বরিশালবাসীর কাছে অনুরোধ করে বলেন আপনারা একটু সময় দিন। আমরা কথা দিচ্ছি আগামী ১ মাসের মধ্যে হাসপাতালের অকল্পনীয় উন্নয়ন বা পরিবর্তন আপনারা দেখতে পারবেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1t5b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন