No menu items!

English

27.3 C
Dhaka
রবিবার, জুলাই ২০, ২০২৫
No menu items!
- Advertisement -

সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অবস্থান এখনও কম: শিক্ষামন্ত্রী

- Advertisements -

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা, স্পিকার, বিরোধীদলীয় নেতা নারী। অথচ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অবস্থান এখনও কম। শিক্ষা মন্ত্রণালয় এতো বিশাল। আমি মন্ত্রী নারী। মাঠ পর্যায়ে অনেক শিক্ষক আছেন নারী। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারী খুব কম।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নারীর ক্ষমতায়ন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ৭২-এর সংবিধানে নারীর সমান অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু আজ যারা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন, সেখানেও ক্ষমতায়নে নারীর অবস্থান তৈরি হয়নি। যে রাজনীতি নারীর অধিকারের স্বীকৃতি দেয় না, সে ধরনের রাজনীতির দরকার নেই।

তিনি বলেন, ১৯৯৭ সালের নারী নীতিমালায় সম্পত্তিতে নারীর সমান অধিকারসহ অনেকগুলো মৌলিক বিষয় ছিল। কিন্তু ২০০৫ সালে রাতের অন্ধকারে সেই নারী নীতিকে ছিঁড়ে-খুঁড়ে একেবারে ধ্বংস করে দেয়া হলো। তখন যে সরকার ক্ষমতায় ছিল তারা নারী বিদ্বেষী। আমরা যখন ২০১১ সালে নারী নীতিটি করলাম, সেখানেও ১৯৯৭ সালের নীতিমালার মৌলিক জায়গায় ফিরে যেতে পারিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rwrr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন