English

27.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

হাবিপ্রবিতে সমন্বিত আগাছা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

- Advertisements -

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশী কৃষি ব্যবস্থায় কৃষক এবং উপদেষ্টাদের জন্য সমন্বিত আগাছা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার চার গবেষক।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শফিকুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় কৃষি অনুষদের সিনিয়র প্রফেসরবৃন্দ এবং পিএইচডি অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা। কর্মশালাটি সঞ্চালনা করেন আইআরটির সহকারী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদ।

কর্মশালায় অস্ট্রেলিয়ায় সমন্বিত আগাছা ব্যবস্থাপনার সফলতা তুলে ধরেন প্রফেসর ডিয়ার্ড্রে লেমেরলে, নিরাপদ ভেষজনাশকের ব্যবহার নিয়ে আলোচনা করেন অস্ট্রেলিয়ার এনএসডাব্লিউ গবেষক ড. হানওয়েন উ। পরবর্তীতে বাংলাদেশে আগাছা সমস্যা ও আগাছা নিধনে ভেষজনাশক প্রতিরোধ ক্ষমতা এবং আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন অস্ট্রেলিয়ার চার্লস স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. মো. আসাদুজ্জামান আসাদ।

উক্ত ট্রেনিং নিয়ে আইআরটি’র সহকারী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদ বলেন, আজকের এই ট্রেনিং হাবিপ্রবির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ট্রেনিং এর মাধ্যমে দুই দেশের দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে রিসার্চ এবং একাডেমিক কলাবরেশনের সুযোগ সৃষ্টি হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/83zf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন