English

30 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫
- Advertisement -

অক্ষয়ের প্রত্যাবর্তন, মাঝে কেটে গেছে এক যুগ!

- Advertisements -

ভারতের দিল্লিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় ইন্ডিয়া কতুর উইক। এবারের আসর উপলক্ষ চলছে ফ্যাশনের সব জমকালো আয়োজন।

ফ্যাশন উইকের মঞ্চে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।

জানা গেছে, দীর্ঘ ১২ বছর পর র‌্যাম্পে ফিরেছেন এই অভিনেতা। সেখানে তার অসাধারণ উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছেন।

অক্ষয় কুমার ১২ বছর পর র‌্যাম্পে ফিরে এসেছেন ফাল্গুনী শেন পিককের পোশাকে। অপর দিকে তারা সুতারিয়া রোজ রুম বাই ইশা জাজোদিয়ার পোশাকে আধুনিক রাজকন্যার রূপে হাজির হয়েছেন। চলুন, তাদের লুক ও এই ইভেন্টের বিশদ বিবরণ জেনে নেওয়া যাক।

শুক্রবার (২৫ জুলাই) দিল্লিতে অনুষ্ঠিত হুন্ডাই ইন্ডিয়া কতুর উইক ২০২৫-এ ফাল্গুনী শেন পিককের শোস্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটেন অক্ষয় কুমার। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছর তার র‍্যাম্পে ফেরা যেন ছিল এক রাজার প্রত্যাবর্তন, এমনটাই বলছেন ভারতীয় ফ্যাশন সমালোচকেরা।

এদিন অক্ষয় পরেছিলেন আইভরি রঙের একটি জমকালো শেরওয়ানি সেট। যার পুরোটা গুড়ে করা হয়েছে সিল্ক থ্রেডের সূক্ষ্ম অ্যম্ব্রয়ডারির কারুকাজ। ব্যান্ড কলার শেরওয়ানির সামনে সোনালি স্টেটমেন্ট বোতাম, প্যাডেড কাঁধ, সাইড স্লিট এবং নিখুঁত টেইলরড ফিনিশ।

শেরওয়ানির সঙ্গে মিলিয়ে অক্ষয় সাদা শার্ট ও স্ট্রেট কাট প্যান্ট পরেছিলেন। পুরো লুকটি ছিল পরিপাটি, গ্ল্যামারাস ও ক্ল্যাসিক। পায়ে ছিল রুপালি কারুকার্য করা জুতা এবং চোখে ছিল কালো টিন্টেড সানগ্লাস।

এদিকে ইন্ডিয়া কতুর উইকের বলিউড তারকা তারা সুতারিয়া হাজির হন রোজ রুম বাই ইশা জাজোদিয়ার পোশাকে। তিনি পরেছিলেন একটি শ্যাম্পেন রঙের অফ শোল্ডার গাউন। গাউনটি তাকে আধুনিক রাজকন্যার রূপ দিয়েছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pmzb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন