English

16 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
- Advertisement -

‘অতীত চিন্তাধারার বদল ঘটুক, সৃষ্টিশীল কাজে সবাই উৎসাহ জোগাক’

- Advertisements -

নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন অঙ্গীকার। সাধারণ মানুষের মতোই বিনোদন অঙ্গনের তারকাশিল্পীদেরও থাকে নতুন স্বপ্ন। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত লক্ষ্য– কীভাবে ২০২৬ সালকে আরও অর্থবহ এবং প্রেরণামূলক করে তুলতে চান- সেকথা জানিয়েছেন সংগীত ও অভিনয়শিল্পী জেফার রহমান।

জেফার বলেন, ‘ভালো কিছুর প্রত্যাশা নিয়ে একেকটি বছরের সূচনা। এ বছরেও চাইব, ভালো কিছু কাজের মধ্য দিয়ে দর্শক, শ্রোতার প্রত্যাশা পূরণের।’

এক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি। বিশেষ করে  নারী শিল্পীদের। তিনি বলেন, ‘প্রতিটি কাজে সমর্থন চাই। কদিন আগেও এ নিয়ে কথা বলেছিলাম। আহ্বান জানিয়েছিলাম, সবাই যেন শিল্পীদের একটু সাপোর্ট করে, বিশেষ করে নারী শিল্পীদের। কারণ আমাদের সামাজিক নানা বাধা ডিঙিয়ে কাজ করতে হয়, তারপর যখন বিরূপ মন্তব্য কানে আসে, তখন মনে হতাশা ভর করে। তাই অতীত চিন্তাধারার বদল ঘটুক, সৃষ্টিশীল কাজে সবাই উৎসাহ জোগাক– এটাই চাওয়া।’

এই সংগীতশিল্পী বলেন, ‘খ্যাতির মোহে নয়, শ্রোতা হৃদয় স্পর্শ করার জন্যই শিল্পীজীবন বেছে নিয়েছি। একইভাবে অভিনয় শখ হলেও পর্দায় ভিন্ন ধরনের কাজই তুলে ধরতে চাই। তার জন্য শুধু প্রয়োজন সব শ্রেণির দর্শক-শ্রোতার সমর্থন।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i7u1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন