English

26.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট, হাজির ছিলেন বিশ্ব তারকারা

- Advertisements -
ভারতের শ্রেষ্ঠ ধনী এবং গোটা বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম আম্বানি পরিবারের বিয়ে বলে কথা! সেই অনুষ্ঠানে হাজির থাকবে গোটা বিশ্বের তাবড় সব ব্যক্তিত্ব, তা বলাই বাহুল্য। গতকাল তেমনটাই দেখা গেল বিয়ের অনুষ্ঠানে। রীতিমতো মুম্বাইয়ে বিয়েবাড়িতে বসেছিল চাঁদের হাট। বলিউড থেকে হলিউড, ভারতীয় ক্রিকেট দলের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন তাদের বিয়েতে।
হাজির ছিলেন বিশ্ব রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তি ও বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। গতকাল রেড কার্পেটে এক এক করে দেখা মিলেছে তাদের।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে দেশ ও বিশ্বের নানা তারকারা ভারতে এসেছেন। হলিউড তারকা কিম কার্দাশিয়ান তাঁর বোনের সঙ্গে এসে পৌঁছেছেন।
‘কাম ডাউন’ গায়কা রেমা থেকে রেসলার জন সিনা পর্যন্ত সবাই বিয়েতে যোগ দিতে মুম্বাই পৌঁছেছেন। বিমানবন্দর থেকে এই তারকাদের নানা ঝলক প্রকাশ্যে এসেছে।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে দেশের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে। ফলে এই বিয়েতে যে চাঁদের হাট বসবে তা বলাই বাহুল্য।
সন্ধ্যার পর থেকেই রীতিমতো তারকায় ঠাসা ছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েবাড়ি। এদিন দুপুরবেলা থেকেই মুম্বাইয়ে পৌঁছতে শুরু করেছিলেন অতিথিরা। তালিকায় রয়েছেন রাজনীতিবিদ মমতা ব্যানার্জি থেকে শুরু করে অখিলেশ যাদবের মতো নামও।
এছাড়াও এদিন বিয়ের অনুষ্ঠানে হাজির রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, ইষাণ কিশানের মতো খেলোয়াড়েরা। পাশাপাশি বলিউডের প্রায় সব তারকারাই এদিন হাজির হয়েছেন আম্বানিপুত্রকে আশীর্বাদ করতে।
কিং শাহরুখ খান, হৃতিক রোশন থেকে শুরু করে অমিতাভ বচ্চন, সালমান খান, রণবীর সিং, রণবীর কাপুর, সুনীল শেঠি, অভিষেক বচ্চন, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ সকলেই হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে।
আম্বানি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠানের পর ১৩ জুলাই হবে বিশেষ আশীর্বাদ অনুষ্ঠান ও ১৪ জুলাই আয়োজন করা হয়েছে গ্র্যান্ড রিসেপশনের। এরপর ১৫ জুলাই অতিথিরা মুম্বাই ছাড়তে পারেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ss7a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন