এ কে আজাদ: কালি দাস। অভিনেতা-চিত্রপরিচালক। মূলত কমেডি ধাচের চরিত্রে বেশি অভিনয় করেছেন তিনি। একজন ভালো অভিনেতা হিসেবে সুপরিচিতি ছিল তাঁর। তিনি যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, তাঁর অভিনয় প্রতিভাবার স্বাক্ষর রেখেছেন নিজের চরিত্র রূপায়নে।
অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন তিনি। এই অভিনেতা-চিত্রপরিচালক কালি দাস এর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৯২ সালের ১১ ফেব্রুয়ারি, পরলোকগমন করেন। প্রয়াত এই গুণী অভিনয়শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
কালি দাস নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
এক সময় মঞ্চনাটকে অভিনয় করতেন। মঞ্চ থেকেই চলচ্চিত্রে আসেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে- চাওয়া পাওয়া, কাঞ্চনমালা, অভিশাপ, পালা বদল, পানছি বাউড়া, গুনাই বিবি, ভাগ্যচক্র, ভানুমতী, বিচার অন্যতম।
কালি দাস একটিমাত্র চলচ্চিত্র পরিচালনা করেন। ‘জানোয়ার’ নামের এই চলচ্চিত্রটি মুক্তিপায় ১৯৭৬ সালে। এই ছবির কাহিনীও তাঁর নিজের লিখা।
গুণী অভিনেতা কালি দাস অনন্তলোকে ভালো থাকুন, এই কামনা করি।