English

25 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

অভিনেতা দিপুল-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

আজাদ আবুল কাশেম: অভিনেতা দিপুল-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২০ সালের ১৪ মার্চ, হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার খিলগাঁও-এ নিজ বাসভবনে, মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। প্রয়াত এই অভিনেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

অভিনেতা দিপুল (দিপুল কুমার) ১৯৫৫ সালের ১ জুন, চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে এম.এ পাস করেন । হিন্দু ধর্মাবলম্বী দিপুল কুমার পরবর্তিতে ইসলাম ধর্ম গ্রহণ করে, দিপুল দেওয়ান হন। ছাত্রজীবন থেকে তিনি থিয়েটারের সাথে জড়িত ছিলেন। মঞ্চনাটকে অভিনয় করতেন, সেখান থেকেই চলচ্চিত্রে আসেন।

দিপুল ১৯৮৪ সালে এফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে অভিনেতা হিসেবে চলচ্চিত্রজগতে আসেন।
অবুঝ হৃদয়, স্নেহের প্রতিদান, ভাইয়া, আন্দোলন, মহাভূমিকম্প, সুলতান, ওয়ালাইকুম আসসালামু, মহাভুমিকম্প, দোস্ত আমার দুশমন, গুপ্ত ঘাতক, এ বাঁধন যাবেনা ছিড়ে, আরমান, বউয়ের জ্বালা, কাটারাইফেল, জ্যাম, রাজা সূর্য খাঁ’সহ বহু ছবিতে বহু চরিত্রে অভিনয় করেছেন দিপুল।

ব্যক্তিজীবনে দিপুল দেওয়ান ১৯৯০ সালে বিয়ে করেন। আঁচল নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটি মেয়ে রয়েছে তাঁর।

তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যের পাশাপাশি, বাংলাদেশ ফিল্ম ক্লাবের আজীবন সদস্য ছিলেন ।

অভিনেতা দিপুল মনে রাখার মতো কোনো চলচ্চিত্রে বা মনে রাখার মতো কোনো চরিত্রে হয়তো কাজ করতে পারেননি! তবুও অভিনেতা হিসেবে বেশ ভালোই ছিলেন।

তিনি বাংলাদেশের চলচ্চিত্রের মানুষদের কাছে একজন সুশিক্ষিত-ভদ্র-ভালো মানুষ হিসেবে বেশ সুপরিচিত ও সমাদৃত ছিলেন।
অনন্তলোকে ভালো থাকবেন দিপুল দেওয়ান, এই আমাদের প্রার্থণা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kkoh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন