মঙ্গলবার (৭ অক্টোবর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তখন অভিনেত্রীকে ‘থ্রি’ নামের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন এবং পারিশ্রমিক হিসেবে দুই লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে মুম্বাইয়ে একটি প্রোমোশনাল অনুষ্ঠানে তার পানীয়তে মদ মিশিয়ে ছিলেন হেমন্ত। তারপর মদ্যপ অবস্থায় ছবি তুলেন ও ভিডিও করেন।
যা পরবর্তীতে ব্যবহার করে ব্ল্যাকমেইল করেন অভিনেতা। এসব কাজে অস্বীকৃতি জানানোয় অভিনেত্রীকে হুমকি দেওয়া হয় এবং সন্ত্রাসী দিয়ে তাড়া করা হয়। এমনকি তার মাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন অভিনেত্রী।
এ ছাড়া এ অভিনেতার বিরুদ্ধে সেন্সর বোর্ডের অনুমোদন ছাড়া সিনেমাটি সম্পাদনা এবং সেন্সরবিহীন ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া এবং জনসমক্ষে মানহানির অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বেঙ্গালুরু সিটি সিভিল কোর্টের দ্বারস্থ হন ভুক্তভোগী অভিনেত্রী।