English

27.3 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

অভিনেত্রী অপরাজিতা আঢ্যর মা আর নেই

- Advertisements -

মা হারালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আজ (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তার মা। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

মায়ের মৃত্যু প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে অপরাজিতা আঢ্য বলেন, ‘আমার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার শরীরটা কিছুতেই ভালো যাচ্ছিল না। কাল রাতেই জ্বর এসেছিল। আজ সকালে হঠাৎ অক্সিজেন ওঠানামা শুরু করে। ব্লাড প্রেশার শূন্যতে নেমে যায়। হাসপাতালে নিয়ে যাব বলে ফোনও করি, কিন্তু তার আগেই চলে গেলেন মা।’

গত ২২ ফেব্রুয়ারি জন্মদিন ছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। প্রত্যেক বছর বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ করে এই বিশেষ দিন পালন করলেও এবারে থেকেছিলেন মায়ের সঙ্গে। অসুস্থ মায়ের হাত ধরেই জন্মদিন কাটান। মায়ের সঙ্গে কাটানো এই বছরের জন্মদিনই শেষ জন্মদিন হয়ে রইল।

উল্লেখ্য, অপরাজিতা আঢ্যর শৈশবে নাম ছিল সুমনা। পরবর্তীকালে তার নাম বদলে রাখা হয়েছিল অপরাজিতা। ‘স্বাস্থ্যবতী’ বলে সিনেমা থেকে বাদ দিয়েছিলেন অনেক পরিচালক, তিনি ভেবেছিলেন, বড়পর্দা তার ভাগ্যে নেই, টেলিভিশনই তার অভিনয়ের মাধ্যম হয়ে থাকবে।

অপরাজিতা নাচ ভীষণ ভালোবাসতেন। ১৩ বছর বয়সে প্রথম অভিনয় শুরু করেছিলেন নৃত্য দিয়ে। জন্ম থেকেই জীবনটা তার কাছে মূলত যুদ্ধ ছিল। আজ তিনি অভিনয় দক্ষতা ও ব্যবহারে দর্শকদের ভালোবাসা কেড়েছেন। এখন তিনি তুমুল জনপ্রিয়।

অভিনয়ের পাশাপাশি অপরাজিতার একটি নাচের গ্রুপও রয়েছে। সাফল্যের সঙ্গে নৃত্যচর্চাও করছেন এই অভিনেত্রী। সব মিলিয়ে তিনি এখন একজন সফল মানুষ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u31t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন