নাসিম রুমি: টালিউডের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি এবং অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন নেট দুনিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। সম্প্রতি দুর্গাপূজার সময় মণ্ডপে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তাদের বন্ধুত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়।
সোমবার (২৯ অক্টোবর) সৃজিত নিজের ইনস্টাগ্রামে দুর্গোৎসবের মণ্ডপে তোলা কিছু ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, দুজনই একে অপরের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকাচ্ছেন। এই ‘চোখে চোখে কথোপকথন’ নেটিজেনদের মধ্যে কৌতূহলের ঢেউ তোলে।
কলকাতার সংবাদমাধ্যমে সুস্মিতা জানান, “আমরা দুজন খুব ভালো বন্ধু। অল্প সময়ের মধ্যে ঘনিষ্ঠ বন্ধু হয়েছি। যারা এসব নিয়ে আলোচনা করছেন, তাদের নিয়ে আমার কিছু বলার নেই।”
সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে সুস্মিতা তার সঙ্গে প্রথমবার কাজ করছেন। এই কাজের মধ্য দিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এর আগে তাদের মধ্যে কোনো পরিচয় ছিল না।
সুস্মিতা টালিউডের নতুন প্রজন্মের একজন স্টার। মডেলিং দিয়ে যাত্রা শুরু, এখন অভিনয়ে ব্যস্ত। অন্যদিকে, সৃজিত মুখার্জির ব্যক্তিগত জীবনেও চলছে আলোড়ন। তিনি আগে মিথিলাকে বিয়ে করেছিলেন। কিন্তু অনেকদিন ধরেই দুজন এক ছাদের নিচে নেই—যা নিয়ে চলছিল নানা জল্পনা।
সম্প্রতি এক পডকাস্টে মিথিলা বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।”
এমন অবস্থায় সুস্মিতার সঙ্গে সৃজিতের বন্ধুত্ব নতুন ধোঁয়াশা ও কৌতূহল সৃষ্টি করেছে। তাদের অনুরাগীরা এখন অধীর আগ্রহে দেখছেন, এই সম্পর্কের গল্প কোথায় পৌঁছাবে।